সোমবার (২৯ শে জুলাই, ২০১৯) উইমেন এন্টারপ্রিনিয়ার্স নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এসোসিয়েশন (ওয়েন্ড) আয়োজিত “স্ট্রেস ম্যানেজমেন্ট ফর উইমেন এন্টারপ্রিনিয়ার্স” বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ব্রিটেনিয়ার সার্বিক সহযোগিতায় সিটি ব্যাংক সিটি আলো সেন্টার সম্মেলন কক্ষে দিনব্যাপী এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে ফ্যাসিলিটেটর হিসেবে যুক্ত ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ ডা. সোহেলা আহমেদ, ন্যাশনাল ইনষ্টিটিউট অব মেন্টাল হেলথ (NIMH) ,
মিসেস হোসেন আরা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং
মো: জাহিরঊদ্দিন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট,
ন্যাশনাল ইনষ্টিটিউট অব মেন্টাল হেলথ (NIMH) ।
কর্মশালায় ওয়েন্ডের এক্সিকিউটিভ পরিষদের সদস্যরা ছাড়াও এর সাধারণ সদস্য, বিভিন্ন ব্যবসায় নিয়োজিত মহিলা উদোক্তা এবং
অন্যান্য শ্রেণী পেশার মহিলারা সহ মোট 35 জন অংশগ্রহণ করেন । এছাড়াও উপস্হিত ছিলেন ব্রিটেনিয়ার ব্যবস্হাপনা পরিচালক মো. জাহির আহম্মেদ, সিটি আলোর প্রধান মারিয়াম জে মাহবুব ও ওয়েন্ড-এর সভাপতি ড. নাদিয়া বিনতে আমিন।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
Leave a Reply